ঢাকা, ১০ মে, ২০২৫
Banglar Alo

জাতীয় নাগরিক কমিটির কেউ চীন সফরে যাচ্ছেন না

Publish : 11:26 PM, 25 February 2025.
জাতীয় নাগরিক কমিটির কেউ চীন সফরে যাচ্ছেন না

জাতীয় নাগরিক কমিটির কেউ চীন সফরে যাচ্ছেন না

রাজনৈতিক প্রতিবেদক :

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কেউ দেশটি সফরে যাচ্ছেন না।গতকাল সোমবার জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, জাতীয় নাগরিক কমিটির কয়েকজন সদস্য চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে একটি প্রতিনিধিদলের সঙ্গে চীন সফরে যাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটি স্পষ্টভাবে জানাতে চায় যে, তারা এ বিষয়ে অবগত নয় এবং কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কমিটি কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটির পক্ষে কেউ এই প্রতিনিধিদলে অংশগ্রহণ করছেন না বা কমিটির প্রতিনিধিত্ব করছেন না।

এতে আরও বলা হয়, জাতীয় নাগরিক কমিটির কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়া যদি কেউ কমিটির নাম ব্যবহার করে প্রতিনিধিদলে যোগ দেন বা কোনোভাবে কমিটির প্রতিনিধিত্ব করার দাবি করেন, তবে তা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ এবং এর সঙ্গে জাতীয় নাগরিক কমিটির কোনো সম্পর্ক নেই।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি কোনো সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন, তাহলে যাচাই করে নিশ্চিত হওয়ার পর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা: আট শতাধিক রোগীর মুখে হাসি শিরোনাম আ.লীগ নিষিদ্ধের স্লোগানে মুখরিত রাজধানীর শাহবাগ শিরোনাম বিএনপি বাদে সব রাজনৈতিক দল এখন শাহবাগে শিরোনাম নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের আত্মপ্রকাশ শিরোনাম ডায়াবেটিস থেকে চিরতরে মুক্ত থাকার প্রাকৃতিক উপায় জেনে নিন শিরোনাম চীনের যুদ্ধবিমান দিয়ে ভারতের দুই যুদ্ধবিমান ভূপাতিত