ঢাকা, ০৯ মে, ২০২৫
Banglar Alo

হামজার পর সামিতও এখন বাংলাদেশের

Publish : 05:18 AM, 08 May 2025.
হামজার পর সামিতও এখন বাংলাদেশের

সামিত সোম

ক্রীড়া ডেস্ক :
হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন আরো এক বিদেশি ফুটবলার সামিত সোম। গত ২০ এপ্রিল জন্মনিবন্ধন হাতে পাওয়ার পর ১ মে পেয়েছিলেন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। এরপর ৫ মে পেয়ে যান বাংলাদেশের পাসপোর্টও। আজ পেলেন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন। বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম শুরু থেকেই সামিতের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন। তিনি ফিফার অনুমোদন প্রসঙ্গে বলেন, 'কিছুক্ষণ আগে প্লেয়ার স্ট্যাটাস কমিটির চিঠি আমরা পেয়েছি। এখন সামিত বাংলাদেশের পক্ষে খেলতে আর কোনো আনুষ্ঠানিকতা নেই।' ফিফার চিঠিতে সরাসরি নির্দিষ্ট দেশের হয়ে খেলতে পারে এমন উল্লেখ থাকে না। আইনের ধারা উল্লেখ করে বিষয়টি সংশ্লিষ্ট দেশের উপর ছাড়া হয়, 'কিছু ধারা উল্লেখ করে ফিফা জানিয়েছে সামিত বাংলাদেশের হয়ে খেলার যোগ্য এবং বাফুফে তাকে চাইলে খেলাতে পারে। ফিফা বিগত ক্ষেত্রেও এ রকম বার্তা দিয়েছিল।' বাফুফে গতকাল রাতেই ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে সামিতকে নিয়ে আবেদন করেছিল। ২৪ ঘন্টার মধ্যেই এই আবেদনের ফলাফল পাওয়ার কারণ সম্পর্কে ফাহাদ বলেন, 'প্রথমত তার বাবা-মা দুই জনই জন্মসূত্রে বাংলাদেশি। অরিজিন বেশ সুদৃঢ়। এরপর তিনি কানাডা সিনিয়র দলে খেললেও সেটা অফিসিয়াল ম্যাচ না হওয়ায় প্লেয়ার স্ট্যাটাস কমিটি স্বল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি আমাদের সভাপতি ফিফার সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেছিলেন যেন দ্রুত নিষ্পত্তি হয়।' ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর ফিফার সবুজ সংকেত পেতে মাস চারেক লেগেছে। সেখানে সামিতের মাত্র ২৪ ঘন্টার মধ্যে ইতিবাচক খবর আসায় বর্তমান বাফুফে প্রশাসনের কৃতিত্ব। গত ১১ এপ্রিল সামিত বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন। ২৫ দিনের মধ্যে বাফুফে জন্ম নিবন্ধন, পাসপোর্ট, কানাডার অনাপত্তিপত্র ও ফিফার ক্লিয়ারেন্স জোগাড় করেছে। বিশেষ করে পাসপোর্ট হওয়ার এক দিনের মধ্যে ফিফার ক্লিয়ারেন্স আদায় করা বেশ প্রশংসাযোগ্য।
Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাংলাদেশকে নিজেদের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে শিরোনাম এটিএম আজহারের আপিলের রায় ২৭ মে শিরোনাম শামীমকে জুতাপেটা করতে চেয়েছিলেন এই অভিনেত্রী শিরোনাম শহীদ পরিবার ও আহতদের ফ্ল্যাট দেবে সরকার শিরোনাম মালয়েশিয়াজুড়ে অভিযানে আটক ৪৫০ বাংলাদেশি শিরোনাম দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ