ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৫
Banglar Alo

৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আমিরাতে

Publish : 11:10 AM, 18 December 2024.
৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আমিরাতে

৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আমিরাতে

আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশের কোটা আন্দোলনের সমর্থনে আমিরাতের বিভিন্ন এলাকায় বিক্ষোভের অভিযোগে ৫৭ জন বাংলাদেশি অভিবাসীকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আমিরাতের আদালত। আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদ ওয়াম সোমবার এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য।

এই ৫৭ জনের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন একজনকে ১১ বছর এবং ৫৩ জনকে ১০ বছর কারাবাসের সাজা আদালত দিয়েছেন বলে নিজেদের প্রতিবেদনে জানিয়েছে ওয়াম। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুক্রবার রাজধানী আবুধাবিসহ বিভিন্ন এলাকায় প্রধান সড়কে বিক্ষোভ মিছিল সংঘটিত করা ও দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাদের।

আমিরাতের আইনে সড়কে বিক্ষোভ মিছিল নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। সেই সঙ্গে প্রকাশ্যে সরাসরি আমিরাত ও অন্য যে কোনো দেশের শাসকগোষ্ঠীর নিন্দা-সমালোচনা করাও দেশটির আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত হয়।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞলের দেশ আমিরাতের প্রদেশ বা এমিরেতের সংখ্যা ৭টি। দেশটির মোট জনসংখ্যার অধিকাংশই অভিবাসী। সরকারি তথ্য অনুসারে, আমিরাতের স্থায়ী অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন ভারতীয়রা। তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে পাকিস্তানি ও বাংলাদেশিরা।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আবুল বশর চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শিরোনাম ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ শিরোনাম বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার শিরোনাম ঢাকায় এসে আমি খুশি, খাবার-শপিং ভালো হয়েছে শিরোনাম ২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শিরোনাম চবির অপহৃত ৫ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত, উদ্ধার অভিযানে সেনাবাহিনী