সাজ্জাদ তপু-আকতার পরিষদকে হাতিরঝিল সাংবাদিক ফোরামের সমর্থন
আসন্ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনে সাজ্জাদ আলম খান তপু ও আকতার হোসেনের নেতৃত্বাধীন সাজ্জাদ তপু-আকতার পরিষদকে সমর্থন করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন হাতিরঝিল সাংবাদিক ফোরামের আহ্বায়ক সায়েদুল ইসলাম বাদল। বৃহস্পতিবার সন্ধ্যায় ফোরামের ৯৮, নয়াটোলা, মগবাজার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এই আহ্বান জানানো হয়।
আগামী ২৯ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ডিইউজের এই অংশের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর আগে ১৩ ফেব্রুয়ারি হবে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সকল সদস্যকে নির্বাচনের দিন জাতীয় প্রেসক্লাবে উপস্থিত থেকে ফোরামের সদস্য সচিব সাজ্জাদ হোসেন চিশতীর পক্ষে ভোট দেয়া ও কাজ করার অনুরোধ করা হয়েছে।
সায়েদুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বাবু, মারুফ মালেক, রূপক চৌধুরী, জালাল আহমেদ প্রমুখ। সভায় সদস্য বৃদ্ধি, অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি করাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com