পুঁজিবাজারের উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
দেশের শেয়ারবাজারে চলমান সংকট নিরসন এবং শেয়ারবাজারের উন্নয়নে পাঁচ নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রোববার (১১ মে) পুঁজিবাজারের সঠিক অবস্থা পর্যালোচনা এবং উন্নয়নে করণীয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এসব নির্দেশনা দেন।
বৈঠকে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা হলো-
১) বাংলাদেশের ইউনিলিভারের মতো কোম্পানিগুলোকে আইপিওতে নিয়ে আসার পদক্ষেপ নেওয়া।
২) দেশে প্রাইভেট অনেক বড় কোম্পানি আছে যাদের টার্নওভার মিলিয়ন ডলার। এদেরকে কিভাবে প্রনোদনা দিয়ে হলেও শেয়ারবাজারে আনা যায় সে ব্যবস্থা গ্রহণ করা।
৩) গভীর রিফর্মগুলো করতে বিদেশি এক্সপার্ট এনে ৩ মাসে পুঁজিবাজার সংস্কার করা।
৪) যাদের বিষয়ে গুরুতর অভিযোগ আছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া।
৫) যেসব বড় কোম্পানিগুলো ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, তাদের ব্যাংক ঋণ থেকে নিরুৎসাহিত করে কিভাবে শেয়ারবাজার থেকে বন্ড ইস্যু বা অন্য মাধ্যমে ফান্ড সংগ্রহ করতে পারে সেটার প্রতি গুরুত্ব দেওয়া।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) আনিসুজ্জামান চৌধুরী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com