ঢাকা, ২২ অক্টোবর, ২০২৪
Banglar Alo

নিজের পারফরম্যান্স নিয়ে কিয়ারার মজা

Publish : 11:24 PM, 05 August 2024.
 নিজের পারফরম্যান্স নিয়ে কিয়ারার মজা

নিজের পারফরম্যান্স নিয়ে কিয়ারার মজা

বিনোদন ডেস্ক :

সম্প্রতি বলিউডে দশ বছর পূর্ণ করেছেন কিয়ারা আদভানি। এই উপলক্ষে ভক্তদের নিয়ে গেট টু গেদার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানে নিজের পারফরম্যান্স নিয়ে ভক্তদের সঙ্গে মজা করেন কিয়ারা।

‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার মঞ্চে বেসুরে গান গেয়ে সমালোচিত হয়েছিলেন কিয়ারা। গেট টু গেদার অনুষ্ঠানে সেই এক গানের ভিডিও চালানো হয়। গান বেজে ওঠার পর ভক্তদের সঙ্গে নিজের পারফরম্যান্স নিয়ে মজা করে কিয়ারা বলেন, ‘এত খারাপ গেয়েছিলাম যে তার পর আর গান গাওয়ার সাহস পাইনি। আর কোনো দিন গান গাইব না।’

তাঁর এমন বক্তব্যের পর এক ভক্ত বলেন, ‘খারাপ না, বেশ ভালোই লেগেছিল গানটা।’ এর জবাবে কিয়ারা বলেন, ‘ধন্যবাদ। আপনারা সত্যিকারের ফ্যান। কিন্তু গানটা সেদিন আমি খারাপই গেয়েছিলাম।’

কিয়ারা আরও বলেন, ‘গান গাওয়ার পর ট্রোল করতে শুরু করেন সবাই। তখন আমাকে সিদ্ধার্থ মালহোত্রা বলেছিল, “তুমি সাহস করে গেয়েছ এটাই অনেক। গ্র্যান্ড ফিনালেতে গাওয়ার সাহস কয়জনের থাকে?” আমার সুর চলে গিয়েছিল, বুঝতে পেরেছিলাম। কিন্তু খুব মন দিয়ে গাইছিলাম বলে থামিনি। তবে গানটা খুব খারাপ গেয়েছিলাম। মানতেই হবে।’

২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় তাঁর। শুরুতেই হোঁচট খেয়েছিলেন। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ফাগলি। স্বাভাবিকভাবেই অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল কিয়ারার ক্যারিয়ার। দুই বছর বিরতি দিয়ে তিনি ফেরেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ নিয়ে। ক্রিকেটার এম এস ধোনির বায়োপিকে অভিনয় করে জানান দেন অভিনয়টা তিনি ভালোই পারেন। ২০১৮ সালে নেটফ্লিক্সে ‘লাস্ট স্টোরিজ’ মুক্তির পর বলিউডে তাঁর আসনটা পাকাপাকি হয়ে যায়। মুক্তির অপেক্ষায় আছে কিয়ারার  ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার ২’ সিনেমা দুটি।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম উপদেষ্টা, সমন্বয়কের প্রতিক্রিয়া শিরোনাম যাত্রাবাড়ীতে ‘জেগে’ আছেন শহীদরা শিরোনাম নির্বাচনের দিন ঠিক করে কাজ-কর্ম শুরু করুন: নীরব শিরোনাম গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ১০ শিরোনাম ব্যারিস্টার সুমন এতদিন কোথায় ছিলেন? শিরোনাম ব্যারিস্টার সুমন গ্রেপ্তার