ঢাকা, ২২ অক্টোবর, ২০২৪
Banglar Alo

বেনজীর-ঘনিষ্ঠরা আতঙ্কে

Publish : 09:42 AM, 08 June 2024.
বেনজীর-ঘনিষ্ঠরা আতঙ্কে

বেনজীর-ঘনিষ্ঠরা আতঙ্কে

নিজস্ব প্রতিবেদক :

বেনজীর আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, র‌্যাবের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) থাকাকালে যারা তার অবৈধ অর্থ উপার্জনের সহযোগী ছিলেন, তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এ তালিকায় পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, ভূমি কর্মকর্তা, রাজনীতিবিদসহ অনেকেই রয়েছেন। বেনজীরের অপকর্মে সহায়তাকারী কয়েকজন ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন। এর মধ্যে ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত এক সহযোগী বেনজীরের অবসরের দিনই দুবাই পালিয়ে যান।

দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সরকারি একাধিক সংস্থা বেনজীরের সুবিধাভোগীদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বেনজীরের দুর্নীতিতে অনেকের যোগসাজশ রয়েছে যাদের বেশিরভাগই পুলিশ সদস্য। বেনজীরের পাশাপাশি তাদের অনেকেই অপকর্মের মাধ্যমে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন। গাজীপুরের ভাওয়াল রিসোর্টের মতো কিছু সম্পত্তিতে বেনজীরের সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তার অংশীদারত্বও আছে। আবার কিছু পুলিশ সদস্য বেনজীরের আস্থায় থাকতে তার হুকুম তামিল করেই তুষ্ট থাকতেন।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা ও বেনজীর ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিএমপি কমিশনার, র‌্যাবের ডিজি ও আইজিপি থাকাকালীন তিনি ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা কামিয়েছেন। তিনি মূলত কেনাকাটা থেকে কমিশন হিসেবে অর্থ হাতাতেন। এ ক্ষেত্রে তার দোসর হিসেবে ছিলেন মধ্যম সারির কতিপয় কর্মকর্তা ও নিম্নস্তরের কর্মচারী। র‌্যাবের ডিজি থাকাকালীন তৃতীয় শ্রেণির এক কর্মচারী ছিলেন তার ‘ক্যাশিয়ার’। তার দাপটে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন তটস্থ। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর আইজিপির পদ থেকে বেনজীর অবসরে যাওয়ার দিনই সেই ক্যাশিয়ার দুবাই পালিয়ে যান। ভয়ে রয়েছেন দেশে থাকা তার সহযোগী কর্মকর্তারাও।

সংশ্লিষ্টরা বলছেন, প্রায় আড়াই বছর বেনজীর পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে লজিস্টিক আর ইকুইপমেন্ট ডিপার্টমেন্ট থেকে প্রচুর অর্থ হাতিয়েছেন। এসব ক্ষেত্রে দায়িত্বশীল কর্মকর্তাদের বাদ দিয়ে তিনি মধ্যমসারির কর্মকর্তাদের কাজে লাগাতেন। কেনাকাটার ক্ষেত্রে দায়িত্বশীল কর্মকর্তাদের তেমন কোনো ভূমিকা থাকত না, শুধু স্বাক্ষর করা ছাড়া। এক্ষেত্রে বেনজীর আহমেদ এবং তার সিন্ডিকেটে থাকা কর্মকর্তা-কর্মচারীদের সিদ্ধান্তই ছিল শেষ কথা। বেনজীর অবসরে যাওয়ার পর সেসব কর্মকর্তাদের দেওয়া হয়েছে তুলনামূলকভাবে ‘পানিশমেন্ট’ পোস্টিংয়ে। কারো কারো আটকে দেওয়া হয়েছে পদোন্নতি। বেনজীর দেশ ছেড়ে পালানোর পর তারা অনেকেই রয়েছেন আতঙ্কে।

সিআইডির একাধিক মানিলন্ডারিং মামলা থেকে বেনজীর আহমেদের বিরুদ্ধে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক এক প্রধান এবং বর্তমান এক ডিআইজি ছিলেন বেনজীর আহমেদের ‘সিন্ডিকেটে’। ফরিদপুরের আলোচিত বরকত-রুবেলের ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় ২০২১ সালের ৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) উত্তম কুমার সাহা ১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। অর্থ আত্মসাতের মামলায় দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাম আসা একাধিক আসামির নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।

অভিযোগ ওঠে- পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে ৪২ জনকে বিশেষ ছাড় দেওয়া হয়। এক্ষেত্রে লেনদেন হয় বিপুল পরিমাণ অর্থের। এ কা- নিয়ে ২০২২ সালের ১৩ ডিসেম্বর দৈনিক আমাদের সময়ে ‘বরকত-রুবেলের ২ হাজার কোটি টাকা লুটপাটের মামলা: ৪২ আসামিকে পুলিশের ছাড়’ শিরোনামে বিশেষ প্রতিবেদন তুলে ধরা হয়। এ ঘটনায় ‘সংক্ষুব্ধ’ হয়ে মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্ত করে চলতি বছরের ২২ এপ্রিল আরও ৩৭ জনকে আসামি করে পুনরায় চার্জশিট দাখিল করেছে সিআইডি।

অভিযোগ রয়েছে, বরকত-রুবেলের অর্থপাচারের মামলায় ৪২ জনের নাম চার্জশিট থেকে বাদ দিতে ৬৩ কোটি টাকা লেনদেন হয়। এ লেনদেনে মুখ্য ভূমিকা পালন করেন পুলিশের শীর্ষস্থানীয় কিছু কর্মকর্তা। তখন পুলিশের আইজিপি ছিলেন বেনজীর আহমেদ এবং সিআইডির প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান। ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে মামলার প্রথম তদন্ত কর্মকর্তা সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার উত্তম কুমার সাহা গোঁজামিল চার্জশিট দেন। গত ৩০ মে দুদকের মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) উত্তম কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

জানা গেছে, পুলিশের পাশাপাশি ব্যবসায়ী ও তার ঘনিষ্ঠজনরাও বেনজীরের অপকর্মের সহযোগী ছিলেন। বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত রাজধানীর পূর্ব গোড়ানের বিকাশ সাব্বির। বেনজীর আহমেদের পরিবারের ব্যবসায়িক বিভিন্ন বিষয় দেখাশোনা করতেন এই সাব্বির। এই সুযোগে তিনি নিজেও গড়ে তোলেন অঢেল সম্পদ।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম উপদেষ্টা, সমন্বয়কের প্রতিক্রিয়া শিরোনাম যাত্রাবাড়ীতে ‘জেগে’ আছেন শহীদরা শিরোনাম নির্বাচনের দিন ঠিক করে কাজ-কর্ম শুরু করুন: নীরব শিরোনাম গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ১০ শিরোনাম ব্যারিস্টার সুমন এতদিন কোথায় ছিলেন? শিরোনাম ব্যারিস্টার সুমন গ্রেপ্তার