খুলনা পাওয়ারের ৪০ মেগাওয়াট উৎপাদনে ফিরেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানির যশোর, নোয়াপাড়ার ৪০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট উৎপাদনে ফিরেছে।
সোমবার (১৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর গত ২ মে’র তথ্য অনুযায়ি, সরকার খুলনা পাওয়ারের দুটি পাওয়ার প্লান্টকে ২ বছর উৎপাদনের অনুমোদন দিয়েছে বলে কোম্পানিটিকে জানায় বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)।
দুটি পাওয়ার প্লান্টের মধ্যে রয়েছে- কেপেসি ১১৫ মেগাওয়াট ও কেপিসি ৪০ মেগাওয়াট।
‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ পদ্ধতিতে এই উৎপাদনের অনুমোদন পেয়েছে খুলনা পাওয়ার। কোম্পানিটির উৎপাদন শুরুর পর থেকে ২ বছর গণনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com