ঢাকা, ১৩ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

ভারতের পররাষ্ট্র সচিব আসলে অচলাবস্থা কেটে যাবে

Publish : 09:12 AM, 10 December 2024.
ভারতের পররাষ্ট্র সচিব আসলে অচলাবস্থা কেটে যাবে

ভারতের পররাষ্ট্র সচিব আসলে অচলাবস্থা কেটে যাবে

নিজস্ব প্রতিবেদক :

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আগামীকাল সোমবার ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে। এরপর দ্রুত অচলাবস্থা কেটে যাবে বলে আশা করছি।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ৪০তম সার্ক চার্টার দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে সার্ক জার্নালিস্ট ফোরাম।

সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তৌহিদ হোসেন বলেন, গত দু-তিন মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে, তা ভারত ও বাংলাদেশ উভয়কেই প্রভাবিত করছে। ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে।এটা মেনে নিয়ে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে চলমান অচলাবস্থার কারণে ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত অচলাবস্থা কেটে যাবে বলে আশা করছি।

তিনি আরো বলেন, আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে। 

সার্কের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পজিটিভ জানিয়ে তৌহিদ হোসেন বলেন, সঠিক পদক্ষেপ নিলে আমাদের এ অঞ্চলের দারিদ্র্য কাটিয়ে ওঠা সম্ভব। ব্যবসায়িক ও অর্থনৈতিক স্বার্থে সার্কের কার্যক্রম শুরু করা দরকার। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল। কিন্তু ১০ বছরেও তা হয়নি।

পররাষ্ট্র উপদেষ্টা সার্ক প্রসঙ্গে ভারতের সাবেক কূটনীতিক মুচকুন্দ দুবেকে উদ্বৃত করে বলেন, সার্ক এখন মৃত, তবে তাকে কবর দেওয়া যেন না হয়। আমিও তার সঙ্গে একমত। এ অঞ্চলের মানুষের জন্যই সার্ককে এগিয়ে নিতে হবে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হুইল চেয়ার ছাড়াই হাঁটতে পারছেন খালেদা জিয়া শিরোনাম যুক্তরাজ্যে টিউলিপের পর আলোচনায় সালমানপুত্র শায়ান শিরোনাম ইসরায়েলি হামলায় গাজায় আরও ২৮ জন নিহত শিরোনাম লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহত বেড়ে ২৪ শিরোনাম সুদহার আবার বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক শিরোনাম রমরমা হার্টের চিকিৎসা পণ্যের অবৈধ কারবার