ঢাকা, ০৯ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

টেকনাফ-সেন্টমার্টিন রুটে দুই ট্রলারসহ ৬ জনকে অপহরণ

Publish : 12:22 AM, 14 November 2024.
টেকনাফ-সেন্টমার্টিন রুটে দুই ট্রলারসহ ৬ জনকে অপহরণ

টেকনাফ-সেন্টমার্টিন রুটে দুই ট্রলারসহ ৬ জনকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক :

বঙ্গোপসাগরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী দুটি ট্রলারসহ ৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। রড-সিমেন্টসহ মালামাল নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে তাদের অপহরণ করা হয়। সম্প্রতি কয়েকবার সমুদ্র থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার সকালে এ বিষয়ে টেকনাফ-সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, গতকাল টেকনাফ থেকে দুটি ট্রলারে করে রড-সিমেন্টসহ মালামাল নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে ‘আরাকান আর্মি’র সদস্যরা বঙ্গোপসাগরের নাফনদী মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায়। এ সময় ট্রলারের ৬ জন স্টাফ ছিল। তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা। জব্দ করা ট্রলারের মধ্য আমার একটি ট্রলার রয়েছে। এ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীদের অবহিত করা হয়েছে।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা নূর আলম বলেন, টেকনাফ থেকে দ্বীপে আসার পথে দুটি ট্রলার ধরে নিয়ে যাওয়া হয়েছে। ওই ট্রলারে ৬ জন ছিলেন। এ ঘটনায় তাদের পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ প্রসঙ্গে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মালামাল ভর্তি দুটি ট্রলারসহ ৬ জনকে মিয়ানমারে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে কারা কিভাবে ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

তবে এ ধরনের ঘটনার বিষয়ে কেউ অবহিত করেননি বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিইদ্দীন আহমেদ।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব শিরোনাম আসাদ পতনের মাস্টারমাইন্ড কে এই জুলানি শিরোনাম নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার: প্রধান উপদেষ্টা শিরোনাম দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগ শিরোনাম রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন আসাদ শিরোনাম কর্মকর্তাদের কারসাজিতে পেঁয়াজ চাষে সর্বনাশ