ঢাকা, ০৯ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

বাড্ডায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

Publish : 06:06 AM, 13 November 2024.
বাড্ডায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

বাড্ডায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বাড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার রাতে পশ্চিম মেরুল বাড্ডা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো আব্দুল্লাহ আল মামুন ওরফে মলম মামুন, মোজাম্মেল হক ও সাজু মিয়া ওরফে সিজার সাজু। তাদের কাছ থেকে চাপাতি ও সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, এক দল ডাকাত সদস্য বাড্ডা পাবলিক টয়লেটের উত্তর পাশে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হলেও তাদের সহযোগী আরও ২-৩ জন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা বাড্ডাসহ আশপাশের বিভিন্ন স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে তোলা হয়। আদালত শুনানি শেষে ডাকাতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এদিকে রাজধানীর মাতুয়াইলে অভিযান চালিয়ে চোরাই পথে আনা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, হেডফোনসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মাতুয়াইল শিশু হাসপাতালের সামনে রাস্তার ওপর অভিযানে চালিয়ে চোরাকারবারি সাফি আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৭টি মোবাইল ফোন, ১৮৬টি হেডফোন এবং চোরাচালানে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার ছালেহ উদ্দিন জানান, কুমিল্লা থেকে বিপুল পরিমাণ চোরাই মোবাইল নিয়ে একটি প্রাইভেটকার ঢাকায় আসছে– এমন গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে প্রাইভেটকারটিকে ধাওয়া করে মাতুয়াইল শিশু হাসপাতালের সামনে আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে মোবাইল ফোন ও হেডফোন উদ্ধার করা হয়েছে। এসব মালপত্রের কোনো কাগজপত্র দেখাতে পারেনি সাফি আলম। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করেছে পুলিশ। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার: প্রধান উপদেষ্টা শিরোনাম নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার: প্রধান উপদেষ্টা শিরোনাম দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগ শিরোনাম রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন আসাদ শিরোনাম কর্মকর্তাদের কারসাজিতে পেঁয়াজ চাষে সর্বনাশ শিরোনাম ভারতকে উড়িয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ