ঢাকা, ০৯ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

জাতীয় পার্টি বিড়ালের মতো নয়, প্রয়োজনে আবারও গর্জে উঠবে

Publish : 06:38 AM, 03 November 2024.
জাতীয় পার্টি বিড়ালের মতো নয়, প্রয়োজনে আবারও গর্জে উঠবে

জাতীয় পার্টি বিড়ালের মতো নয়, প্রয়োজনে আবারও গর্জে উঠবে

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ দল বলে মন্তব্য করেছেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

মোস্তফা বলেন, জাতীয় পার্টি দেশের তৃতীয় বৃহত্তম একটি রাজনৈতিক দল। আমাদের দুর্বল ভাববেন না। জাতীয় পার্টি পোষা বিড়ালের মতো নয়। যদি কেউ এটা মনে করেন তাহলে ১৯৯০/৯১ সালের মতো আবার রংপুরে জাতীয় পার্টি গর্জে উঠবে।

মোস্তফা বলেন, জাতীয় পার্টির রাজনৈতিক ইতিহাসে কখনো কারও পার্টি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ বা কাউকে বাধা প্রদানের অভিযোগ নেই। আমরা সেভাবে রাজনীতি করতে চাই।

২ নভেম্বর জাতীয় পার্টির সারাদেশের দলীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের অবস্থান কর্মসূচি ঘোষণার প্রতিবাদ জানিয়ে মোস্তফা বলেন, ভিপি নুরের দলকে হিসাব করার সময় আমাদের নেই। এরপরও তাদের ঘোষণা হালকাভাবে নেইনি। সকাল থেকেই প্রতিদিনের মতো পার্টি অফিসে আমাদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

জাতীয় পার্টির কাকরাইল অফিসে চোরের মতো, কাপুরুষের মতো যে আগুন লাগানো হয়েছে তার প্রতিবাদে আমাদের আজকের এ বিক্ষোভ সমাবেশ। আমরা এ সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই, ভিপি নুরকে যারা পৃষ্ঠপোষকতা করছেন, যারা পর্দার আড়াল থেকে ভিপি নুরকে প্রোগ্রাম করার জন্য সহযোগিতা করছেন, যারা জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্যে বলছি, রংপুরে আমাদের যতক্ষণ পর্যন্ত রক্ত শরীরে বহমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো চ্যালেঞ্জ গ্রহণ না করে ছাড়বো না।

মোস্তাফা বলেন, রংপুর-৩ আসন ও সিটি করপোরেশনসহ অনেক কিছু নিয়ে যারা স্বপ্ন দেখছেন তারা নির্বাচনে আসুন। মানুষ যদি আপনাদের ভোট দেয় তাহলে আপনারা নির্বাচিত হবেন। আমরা আপনাদের ফুলের মালা দিয়ে বরণ করবো। কিন্তু পেছনের দরজা দিয়ে এসে ক্ষমতা দখলের চেষ্টা মেনে নেওয়া হবে না। এটা ঢাকা নয়, এটা রংপুর। রংপুর জাতীয় পার্টির অস্তিত্ব। এ অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরা সবসময় প্রস্তুত।

এর আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাকসহ অন্য নেতারা বক্তব্য দেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার: প্রধান উপদেষ্টা শিরোনাম নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার: প্রধান উপদেষ্টা শিরোনাম দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগ শিরোনাম রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন আসাদ শিরোনাম কর্মকর্তাদের কারসাজিতে পেঁয়াজ চাষে সর্বনাশ শিরোনাম ভারতকে উড়িয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ