‘আমাদের কেউ বের করে দেয়নি, পরিস্থিতি বুঝে হল ছেড়েছি’
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, 'গত রাতে জামায়াত-শিবিরের বহিরাগত সন্ত্রাসীরা হলে অবস্থান নিয়েছিল। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় আমরা পরিস্থিতি বুঝে নিজেরা হল ছেড়ে দিয়েছি। আমাদের কেউ (আন্দোলনকারীরা) বের করে দেয়নি।
বুধবার (১৭ জুলাই) দুপুরে শেখ ওয়ালী আসিফ ইনান এ কথা বলেন।
এর আগে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেওয়া হয়েছে বলে দাবি করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা।
এদিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বুধবার শাহবাগে অবস্থান নেওয়ার সময় বলেন, 'ক্যাম্পাসে ছাত্রলীগের অবশ্যই শক্তিশালী অবস্থান রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা এবং অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।'
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের তেমন উপস্থিতি দেখা যায়নি।
এই সুযোগে পুরো ক্যাম্পাস আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়।
কয়েক দিনে তীব্র আকার নিয়েছে কোটা সংস্কার আন্দোলন। গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতাদের ধাওয়া দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করে আন্দোলনকারীরা।
এই আন্দোলন ঘিরে এরই মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত ৬জন নিহত হয়েছেন। এরপর গতকাল রাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com